বৈশাখের তপ্ত দুপুর, মাথার ওপর রুদ্র রোদ,তবুও উৎসবের উচ্ছ্বাসে হার মানিয়েছে সব খরতাপ। পহেলা বৈশাখ মানেই নতুন সূর্য, নতুন সম্ভাবনা আর নতুন প্রেরণা। সেই অনন্ত প্রেরণার ছোঁয়া লেগেছে চট্টগ্রামের প্রাণকেন্দ্র সিআরবিতেও। নগরবাসী সকাল থেকেই দলে দলে ছুটে এসেছেন প্রিয়জন, পরিবার আর সন্তানদের নিয়ে।

শিশু থেকে বৃদ্ধ সবার মুখেই হাসি। কারও হাতে হাতের তৈরি পাখা, কেউ বা রঙ তুলিতে আঁকছেন বৈশাখী গ্রাফিতি। কেউ আবার সেজেছেন গরমের তোয়াক্কা না করেই লাল-সাদা শাড়ি আর বাহারি পাঞ্জাবিতে। ছোট ছোট বাচ্চারা খেলনায়, মুখোশে আর মাটির খেলনাতে মেতে উঠেছে আপন ছন্দে।

সিআরবি যেন পরিণত হয়েছে এক খোলা মঞ্চে। যেখানে গান, নাচ, কবিতা আর পথনাটকের পরিবেশনা ঘিরে মানুষের প্রাণের স্পন্দন ছুঁয়ে যাচ্ছে আকাশ। কেউ গাইছেন রবীন্দ্রসঙ্গীত, কেউ বাজাচ্ছেন একতারা—বৈশাখের মেলবন্ধনে হারিয়ে গেছে নগরের কোলাহল।
প্রত্যাশা একটাই, নতুন বছর যেন বয়ে আনে সম্প্রীতি, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ একটি বাংলাদেশ। বৈশাখের রঙ যেন মুছে দেয় হিংসা, বিভেদ আর অন্ধকার।
সবার চোখেমুখে শুধুই এক আশার দীপ্তি, নতুন বাংলাদেশের নতুন সকাল যেন সত্যিই হয়ে উঠুক স্বপ্ন ছোঁয়ার এক বাস্তব দিন।
এআরই/বাংলাধারা













