১১ নভেম্বর ২০২৫

বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পরামর্শ আইবিএফবি নেতৃবৃন্দের

বাংলাধারা প্রতিবেদক »

বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার মাধ্যমে আরও কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যবসায়িক পরিবেশের আরও উন্নতির করার পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) নেতারা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার সোনারগাঁও প্যান ফ্যাসিফিক হোটেলে ইন্টারন্যাশানাল বিজনেস ফোরামের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। সভার দ্বিতীয় অধিবেশনে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদকে আইবিএফবির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত করেছে।

যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচ ই পিটার হ্যাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান এইচ ই চার্লেস হোয়াইটলে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলিসি রিচার্স ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার এবং সভাপতিত্ব করেন ইন্টারন্যাশানাল বিজনেস ফোরামের সভাপতি হুমায়ুন রশিদ।

স্বাগত বক্তব্যে আইবিএফবি সভাপতি হুমায়ুন রশীদ বলেন, আইবিএফবি একটি অলাভজনক, অরাজনৈতিক এবং নির্দলীয় প্ল্যাটফর্ম যা জ্ঞানভিত্তিক ব্যক্তিসহ সারাদেশের ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে গঠিত।  উন্নয়নশীল অর্থনীতিতে বেসরকারি খাতকে অর্থনৈতিক উন্নয়নের ইঞ্জিন হিসেবে বিবেচনা করা হয়। প্রতিকূলতা সত্ত্বেও 8 শতাংশের উপরে প্রবৃদ্ধি অর্জনের জন্য আইবিএফবি জ্বালানি ও যোগাযোগ খাতে বিনিয়োগের প্রশংসা করে।

পিটার হাস তার বক্তৃতায় বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে সাহায্য করতে চায় যাতে এটি আরও বেশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে। তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের স্বাগত জানাতে বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ