চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তারা সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এতে গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা ও তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতা এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ঘটিয়ে জাতিকে নতুন দিগন্তে এগিয়ে নিয়ে যায়। আন্দোলনে তরুণদের অসাধারণ সাহস ও নেতৃত্বের ভূমিকাও তুলে ধরা হয়।
অভ্যুত্থান পরবর্তী সময়ের জন্য তরুণদের অংশগ্রহণের গুরুত্ব উল্লেখ করে বক্তারা বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তরুণরা যুক্ত হয়ে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব গ্রহণ করেছে।
এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে ইতোমধ্যে মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করেছে এবং তরুণদের রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্তির জন্য আন্দোলন অব্যাহত রাখার কথা জানান।
এসময়, বক্তারা সরকারের প্রতি অন্তর্ভুক্তিমূলক সংবিধান পুনর্গঠন, অর্থনীতি পুনর্গঠন, এবং সমাজে সমান সুযোগ নিশ্চিত করতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নগর কমিটির আহ্বায়ক রিজাউর রহমান, চট্টগ্রাম মহানগর সদস্য সচিব নিজাম উদ্দিন, উত্তর জেলা আহ্বায়ক ইয়াছির আরফিন চৌধুরী, দক্ষিণ জেলার আহ্বায়ক জোবাইর হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতারা।