২৪ অক্টোবর ২০২৫

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে বিদ্রোহ, ১৭০ সদস্যের পদত্যাগ

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার পরই শুরু হয়েছে ব্যাপক অসন্তোষ। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে ২১৩ সদস্যবিশিষ্ট কমিটির ১৭০ জন একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার বিকেলে কেন্দ্র কমিটি ঘোষণা করলেও, রাতে সংবাদ সম্মেলনে ক্ষোভ উগড়ে দেন পদত্যাগী নেতারা। তাদের অভিযোগ, কমিটি গঠনে অনিয়ম হয়েছে এবং প্রকৃত আন্দোলনকারীদের উপেক্ষা করা হয়েছে।

“জুলাই বিপ্লবের সৈনিকদের মূল্যায়ন হয়নি”

সংবাদ সম্মেলনে কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদ শিহাব বলেন, “এই কমিটি আন্দোলনের চেতনাকে প্রতিফলিত করে না। লবিং ও প্রভাব খাটিয়ে পদ বণ্টন করা হয়েছে। অনেকের নাম আছে, যাদের কেউ চেনেও না!”

তিনি আরও বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রকৃত কর্মীদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্র ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় আমরা এই কমিটিকে বয়কট করছি এবং নতুন কমিটির দাবি জানাচ্ছি।”

নেতৃত্ব নিয়ে প্রশ্ন, কেন্দ্রের নীরবতা

নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম পাটওয়ারীকে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রাকিব ভূঁইয়াকে। যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে ২৩ জনকে। তবে পদত্যাগী নেতারা অভিযোগ করেন, এদের মধ্যে অনেকেই প্রকৃত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না।

কেন্দ্রীয় নেতারা এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে ছাত্র আন্দোলনের ভেতরে বিভক্তির এই ঘটনা ভবিষ্যতের আন্দোলনকে কোন পথে নিয়ে যাবে, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

আরও পড়ুন