২৬ অক্টোবর ২০২৫

সিএমপি কমিশনারকে ভুক্তভোগী নারীর চিঠি

বৈষম্যবিরোধী নেতার চাঁদাবাজি, নিজামের পদ স্থগিত

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম রিফাত ও সাধারণ সম্পাদক হাসান ইনামের স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়, নিজাম উদ্দিন সংগঠনের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নোটিশে তাঁকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এদিকে নিজামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন রিয়াজুল জান্নাত নামের এক নারী। অভিযোগে তিনি উল্লেখ করেন, চাঁদা না দেওয়ায় তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

রিয়াজুল জান্নাতের দাবি, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা’ পরিচয়ে নিজাম উদ্দিন তার স্বামী নওশেদ জামালের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করছিলেন। চাঁদা না দেওয়ায় গত বৃহস্পতিবার (৪ জুলাই) কোতোয়ালি থানা পুলিশ তাঁর স্বামীকে গ্রেপ্তার করে।

সংগঠনের কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিজাম উদ্দিন। তিনি বলেন, “আমি নোটিশ পেয়েছি এবং যথাসময়ে কেন্দ্রীয় কমিটির কাছে আমার জবাব পাঠাব।”

এআরই/বাংলাধারা

আরও পড়ুন