চট্টগ্রাম রেলওয়ের হালিশহর পোর্ট কলোনির ট্রেনিং সেন্টারের পাশে ১২ নং সিজি জংশনে সামান্য বোতল ছোঁড়াকে কেন্দ্র করে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়েতে কর্মরত ওয়ে ম্যানরা। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার সময় এই ঘটনাটি ঘটে।
ওয়ে ম্যানদের কথা বলে জানা যায়, সকালে রেলের ইঞ্জিন চালানোর সময় এক চালকের সাথে ওয়েম্যান কর্মী আলমগীর সাথে বাকবিতন্ডা হয়। এসময় দুই পক্ষের মধ্যে বোতল ও ইট ছুড়াছুড়ি শুরু হয়। পরে ওয়ে ম্যানরা ক্ষিপ্ত হলে মালবাহী ট্রেন চলাচলসহ রেলের বিভিন্ন ইঞ্জিন চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করে।
এদিকে রানিং স্টাফ ঐক্য পরিশোধের প্রচারণা সম্পাদক ফারুক বলেন, ইঞ্জিন চালানোর সময় সামনে রেলের ট্রলি এসে পড়লে ঝুঁকি নিয়ে ব্রেক করতে হয়। তখন এবিষয়ে ওয়েম্যান কর্মীরা ইট ছোঁড়াছুঁড়ি শুরু করে। দফার দফায় ওয়ে ম্যানদের সাথে বাকবিতন্ডা হয়। বর্তমানে তাদের কারণে মালবাহী রেল চলাচল বন্ধ আছে।
ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক বলেন, সকালে দফায় দফায় রানিং স্টাফ ও ওয়েম্যান উভয় পক্ষ একে অপরের ওপর ইট পাটকেল দিয়ে হামলা চালায়। পরে ওয়েম্যানরা কাজ বন্ধ রাখে।
তিনি আরও বলেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ হয়েছে। তারা এলে আশা করি সমাধান হবে।












