বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর হালিশহর কাউছারকে খুনের দায়ে শহীদুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, কাউছার ও শহীদুল দুজনেই বন্ধু। বন্ধুত্বের সূত্রে কাউছারের বোনের সাথে শহীদুলের পরিচয়। এবং পরিচয় থেকে প্রেম। কিন্তু বিষয়টি ভাই কাউছার জানতে পেরে বোনকে বকাঝকা করে এবং বন্ধু শহীদুলকে অনুরোধ করে বোনকে ভুলে যেতে। পরবর্তীতে শহীদুল ও বোনকে একসাথে কথা বলতে দেখে বোনকে মারধর করলে শহীদুল কাউছারকে ছুরিকাঘাত করে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কাউছার মারা যায়।
১২ মার্চ (শুক্রবার) রাতে ছোটপুল ইসলামিয়া ব্রিকফিল্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। শহীদুল হালিশহরের বড়পুল বইল্যার কলোনীর মো. লিটনের ছেলে। সে সবজির দোকানের কর্মচারী।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহত কাউছার ও ঘাতক শহীদুল দুজনে বন্ধু। কাউছারের ছোট বোনের সাথে প্রেমে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে শহীদুল।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল কাউছারকে ছুরি মারার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













