বাংলাধারা প্রতিবেদন »
বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেইসবুক পেজে থেকে জানা যায়, শুক্রবার ঢাকা আর্ট সামিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকচিত্রের সামনে সেলফি তোলেন তারা।
পলক একটি ছবি শেয়ার করে জানান, ‘ঢাকা আর্ট সামিটে বড় সংগ্রহ রাখা হয়েছিল।
আজ সন্ধায় প্রদর্শনী ঘুরে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাজানো জাতির পিতার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন বঙ্গবন্ধুকন্যা মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘
বাংলাধারা/এফএস/টিএম













