চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নম্বর ওয়ার্ডে বসতঘর থেকে অসীম ঘোষ (৩৯) নামের এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অসীম ঘোষ নামের ওই আইনজীবী স্থানীয় প্রয়াত গৌরাঙ্গ ঘোষের ছেলে। অসীম ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরবর্তীতে আইন পেশায় যুক্ত হন তিনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, অসীম ঘোষ নামের ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
অসীমের বোন রমা ঘোষ বলেন, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে বাড়ি ফিরেছিল অসীম। ঘরে সে একা থাকতো। এরপর শনিবার রাত ৮টার দিকে বাড়ির লোকজন ফোনে জানায়- অসীম আত্মহত্যা করেছে।













