২৭ ডিসেম্বর ২০২৫

বোয়ালখালীতে ইভিএম নিয়ে যাওয়া সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা পরিষদ উপ-নির্বাচন চলাকালে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালট ইউনিট চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মলেন্দু দে সুমনকে আসামি করে বোয়ালখালী থানায় মামলা করেন কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার প্রভাষক সজল দাশ।

মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর ভোটারদের উপস্থিতি তেমন ছিল না। প্রায় সব কেন্দ্র ছিল ফাঁকা।  এরই মধ্যে বেলা ১২টার দিকে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৫নং কক্ষে প্রবেশ করে নির্মলেন্দু দে সুমন নামে এক যুবক গোপন কক্ষ থেকে ইভিএম ব্যালট ইউনিট প্যানেলটি নিয়ে কেন্দ্রের বাইরে চলে যায়। গোপন কক্ষ থেকে ব্যালট ইউনিট প্যানেলটি নিয়ে যাওয়ার সময় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হারুনুর রশিদ মৃদু প্রতিবাদ করলেও তা কর্ণপাত করেনি ওই যুবলীগ নেতা।

নির্মলেন্দু দে সুমন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ দে’র ছেলে। পরে চুরি করে নিয়ে যাওয়া ইভিএম ব্যালট ইউনিট প্যানেলটি  উদ্ধার করে কেন্দ্রে ফেরত দেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরী। এ ঘটনায় পুলিশ রতন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, প্রিজাইডিং অফিসারের দায়েরকৃত মামলাটি রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ