২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ৫শ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে চলতি রবি ২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষি আবাদ বৃদ্ধির লক্ষ্যে এসব সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিনামূল্যে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিকউল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, ইউপি চেয়ারম্যান এস এম জসিম, মো. মোকারম, আবদুল মান্নান মোনাফ, কাজল দে, শফিউল আজম শেফু,

এসময় উপজেলার একটি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের ৪শ ৬০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, ভুট্টা, চিনা বাদাম, মুগ, সুর্যমুখী, খেসারী বীজ ও ডিএপি,এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

আরও পড়ুন