৩১ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে কৃষকদের সাথে এমপি’র মতবিনিময়

বোয়ালখালী প্রতিনিধি »

চলতি বোরো মৌসুমে নির্বিঘ্নে ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে স্থানীয় জনপ্রতিনিধি, স্কীম ম্যানেজার ও কৃষকদের নিয়ে মতবিনিময় করেছেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমদ।

রবিবার (১৭ জানুয়ারী) সকালে উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত বিআরডিবি মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কৃষবিদ মো. আতিক উল্লাহ।

বোরো চাষে সেচ খরচে কানি প্রতি পাঁচশত টাকা সহায়তাসহ  কৃষকদের চাষাবাদে আরো আগ্রহ বাড়াতে সকল প্রকার সহযোগীতা প্রদানে আশ্বাস দেন সাংসদ মোছলেম উদ্দীন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন, এস এম জসিম, কাজল দে, হামিদুল হক মান্নান, সামশুল আলম, আব্দুল মান্নান মেনাফসহ বিভিন্ন ইউনিয়নের স্কীম ম্যানেজার ও কৃষকরা।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন