দেবাশীষ বড়ুয়া রাজু, বোয়ালখালী »
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রথমবারের মতো ২ একর ৪০শতক জমিতে গম চাষ করেছেন মো. ছালে নূর। উপজেলার চরখিজিরপুর গ্রামে তার গম ক্ষেতে এখন শীষ এসেছে। আর কয়দিন গেলেই এ ফসল তোলা হবে।
গত শনিবার (৪ মার্চ) গম ক্ষেত ঘুরে দেখা গেছে, বাতাসে দুলছে গমের সবুজ শীষ। গত ডিসেম্বর মাসের শেষের দিকে মো. ছালে নূর এ গমের বীজ বপন করেন।
তিনি বলেন, গম চাষে তার ব্যয় হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। সেই হিসেবে প্রতি শতকে খরচ দাঁড়ায় ১৮৭ দশমিক ৫ টাকা। বর্তমানে যে ফলন আসছে তাতে প্রায় প্রতি শতকে গম পাওয়া যাবে প্রায় ১৩ কেজি। কেজি ৪০টাকা দরে প্রতি শতকে পাওয়া যাবে ৫২০টাকা।
ছালে নূর বলেন, ট্রাক্টর ছিল না। ট্রাক্টর যোগাড় করতে হয়েছে দোহাজারী উপজেলা থেকে। সেচ দেওয়ার জন্য পাম্প মেশিনও ছিল না। এসব কারণে সঠিক সময়ে গম বীজ বপন করা যায়নি। এতে সরকারিভাবে যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে আগামীতে আরো ব্যাপকভাবে গমের আবাদ করতে পারবো।

ছালে নূর শুধু গম নয়, তিনি আবাদ করেছেন ২৫ বিঘা জমিতে করেছেন ভুট্টা, ৭ বিঘা জমিতে বোরো ধান, ১ বিঘা জায়গায় করেছেন সূর্যমুখীর আবাদ। এছাড়া রয়েছে তার গরু-ছাগল ও ভেড়ার খামার।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা দূর্গা পদ দেব বলেন, পরীক্ষামূলক ভাবে কৃষক ছালে নূর এ গম চাষ করেছেন। এতে সফল হলে আগামীতে এর পরিধি বাড়বে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ বলেন, বোয়ালখালী উপজেলার এবারই প্রথম বারের মতো নিজ উদ্যোগে কৃষক ছালে নূর বৃহৎ পরিসরে গমের চাষ করেছেন। তবে দেরিতে বীজ বপন করায় ফলন কম হতে পারে। তারপরও তিনি লাভবান হবেন।
তিনি বলেন, গম বীজ বোনার সঠিক সময় হল নভেম্বর মাস। সঠিক পরিচর্যা করা গেলে ভালো ফলন পাওয়া যায়। গম চাষ ধান চাষের চেয়ে খরচ তুলনামূলক কম। বীজ বপনের ১০০-১০৮ দিনের মধ্যে ফলন ঘরে তোলা যায়। ছালে নূরের গম ক্ষেত বলছে বোয়ালখালী উপজেলার মাটি ও আবহাওয়া গম চাষের জন্য উপযোগী।













