বোয়ালখালীতে শ্বশুর বাড়ি থেকে হাত-পা বাঁধা লিজা আকতার ঊর্মি (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বহর তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। লিজা ওই এলাকার প্রবাসী জাবেদ হোসেন মুন্নার স্ত্রী।
লিজা আকতারের মা খতিজা বেগম বালি বলেন, আমার একটা মাত্র মেয়ে। তার স্বামী প্রবাসে থাকে। শ্বশুর, শাশুড়ি, দেবর ও ননদের সাথে শ্বশুর বাড়িতে থাকতো লিজা। আমার মেয়েটা ঘরে কাজকর্ম করতো। মেয়েটাকে হাত-বেঁধে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।
লিজার মামা আবুল কাশেম বলেন, সকালে খবর পেয়ে লিজার শ্বশুর বাড়িতে গিয়ে দেখি দরজা খোলা, ঘরের সিলিংয়ের সাথে ঝুলছিলো গলায় কাপড় পেঁচানো লিজার মরদেহ। হাত-পা ছিলো ওড়না দিয়ে বাঁধা।
শাকপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘড়িয়া পাড়ার মো.ইউনূসের মেয়ে লিজা। গত দুই বছর আগে লিজার সাথে একই ইউনিয়নের প্রবাসী জাবেদ হোসেন মুন্নার বিয়ে হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
#বাংলাধারা/ফে/দে/













