২৩ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে চুলার আগুনে ২ বসতঘর পুড়ে ছাই

বোয়ালখালীতে চুলার আগুনে পুড়ে দুই বসতঘর ভস্মীভূত হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দীনবন্ধুর পোল এলাকার মিলন চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো.সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, রান্নার ঘরের লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মিলন চৌধুরীর দুই ছেলে গণেশ চৌধুরী ও কার্তিক চৌধুরীর ৬ কক্ষ বিশিষ্ট কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন