বোয়ালখালীতে ২০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. হাসান রিটন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রিটন রাঙ্গুনিয়া উপজেলার শিলক গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
সোমবার (৮ জুলাই) দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গার তালুকদার পাড়া এলাকা থেকে রিটনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ২০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর রিটনকে আদালতে পাঠানো হয়েছে।













