৫ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে জরিমানা গুনল ১০ ব্যবসায়ী

চট্টগ্রামের বোয়ালখালীতে চলাচলের রাস্তা দখল করে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করায় ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার কানুনগোপাড়া এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।

মো. মামুন বলেন, সরকারি রাস্তার পার্শ্বে অবৈধ দোকান বসিয়ে যানবাহন এবং জনসাধারণের চলাচল ব্যাহত করায় ১০ টি মামলায় ১০ জন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো: জসিম উদ্দিন ও কাজল দে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ