২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে অননুমোদিত পশুখাদ্য বিক্রি ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ওষুধ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে উপজেলা সদর ও গোমদণ্ডী ফুলতল এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

তিনি জানান, লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির দায়ে ‘পটিয়া পোল্ট্রি ফিড’কে ১৫ হাজার টাকা ও ‘বোয়ালখালী ভেটেরিনারি’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নির্ধারিত মূল্যের চাইতে অধিক মূল্যে ওষুধ বিক্রি করায় ‘মেসার্স ওরিয়েন্ট ভেটেরিনারি’কে ৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন