৫ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে নৌকা প্রার্থীর সমর্থনে ছাত্রলীগের কর্মী সভা

বোয়ালখালী প্রতিনিধি »

আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য বোয়ালখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিমের (রাজা মিয়া) নৌকা মার্কার সমর্থনে কর্মী সভা করেছে ছাত্রলীগ।

বুধবার (৮ মার্চ) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোয়ালখালী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক মুন্না।

এতে প্রধান অতিথি ছিলেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন।

পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. জাবেদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল করিম রাজা।

এ সময় তিনি আগামী নির্বাচনে জয়ী করে উপজেলার সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এতে আরো বক্তব্য রাখেন, বোয়ালখালী কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন তারেক, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফ উদ্দিন, হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল ইসলাম সাকিব, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহিম উদ্দিন, বকতেয়ার উদ্দিন নয়ন ও শিমুল সরদার। এ সময় উপজেলা পৌরসভা কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ