২৩ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে প্রবাসীর ঘরে ডাকাতি, ছেলেকে বেধড়ক পিটিয়ে আহত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট লুটে নেওয়ার পাশাপাশি বাড়ির সদস্যদের বেঁধে ফেলে এবং প্রবাসীর ছেলেকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কানুনগোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী দিবাকর বলের স্ত্রী পলি বল জানান, “ডাকাতরা আমাদের ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর আমার ছেলে অর্পণ বলকে (২৪) নির্মমভাবে মারধর করে। মাথায় লোহার রডের আঘাতে গুরুতর জখম হয় তার।”

তিনি আরও বলেন, “ডাকাতদের সংখ্যা ছিল ৭-৮ জন। তাদের মুখে মাস্ক ছিল এবং সবাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে ঘরে রক্ষিত নগদ ৪ লাখ টাকা, প্রায় ৮-১০ ভরি স্বর্ণালঙ্কার এবং তিনটি মোবাইল সেট নিয়ে যায় তারা।”

আহতের মামা দেবাশীষ জানান, “প্রথমে অর্পণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মাথায় ১১টি সেলাই দেওয়া হয়। পরবর্তীতে চমেক হাসপাতালে রেফার করা হলে সিটি স্ক্যানে মাথায় রক্ত জমাট ধরা পড়ে। পরে অপারেশন করা হয়েছে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সঞ্জয় সেন বলেন, “ভোর ৫টার দিকে অর্পণ বলকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।”

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।”

এআরই/বাংলাধারা

আরও পড়ুন