৫ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে ফুটপাত দখল করে ব্যবসা, ২৫ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১০ মামলায় ২৫ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ মে) সকালে উপজেলা সদর ও গোমদণ্ডী ফুলতল এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় মোজাফ্ফর হোসেনকে (৩৬) ৮ হাজার টাকা, আকতার হোসেনকে (৪৫) ২ হাজার টাকা, এস এস কুতুব উদ্দিনকে (২২) ৫ হাজার টাকা এবং মো. ইব্রাহিমকে (৩২) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বিকেলে পৌর সদর এলাকায় ফুটপাত দখল করে অস্থায়ী ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ অনুযায়ী ৬ জনকে ৫,২০০টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো আলাউদ্দিন।

জনস্বার্থে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ