বাংলাধারা ডেস্ক »
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বোয়ালখালী উপজেলা সংসদের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানুনগো পাড়াস্থ নন্দন পার্ক কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি উজ্জ্বল শুক্ল দাশেরর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীলের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ- সভাপতি শ্রী ঝুন্টু চৌধুরী।
উদ্বোধক ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিন জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমৎ কৃষ্ণানন্দ চৈতন্য, সাথে ছিলেন শ্রীমৎ ভবানন্দ চৈতন্য, প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট শুভাশীষ শর্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিন জেলা সংসদের সাধারন সম্পাদক শিক্ষক রূপক শীল, মহান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিন জেলা সংসদের সহ সম্পাদক শ্রী রূপন মহাজন, সহ শিক্ষা সম্পাদক এডভোকেট উৎপল দাশ, নির্বাহী সদস্য শ্রী লিটন দাশ গুপ্ত (প্রধান শিক্ষক)।
এতে বক্তব্য রাখেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদ নেতা সুব্রত চৌধুরী, রাজেশ ঘোষ মুন্না, রূপন ধর, টিটু চৌধুরী, সানি দাশ, লিটন দে, দিবাংকুর সেন, কাঞ্চন চক্রবর্ত্তী, অলক, সনক দত্ত, বাবন চৌধুরী, মনোরঞ্জন দাশ, দীপন চৌধুরী, নির্মল দাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আলোকিত ও মানবিক সমাজ বিনির্মাণে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ভগবদগীতা আমাদেরকে সঠিক পথের সন্ধান দেয়। বক্তারা নতুন প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।
উক্ত মত বিনিময় সভায় বোয়ালখালী উপজেলার আওতাধীন ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গীতা স্কুলের প্রায় দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













