বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. ইয়াছিন মিরাজ (১৭) নামের এক কারখনা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯ টার সময় উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স সল্ট কারখানায় মেশিন চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
ইয়াছিন মিরাজ বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মো. আব্দুল লতিফের ছেলে।
লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান থানার কর্তব্যরত অফিসার মো. শরিফ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













