৬ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ সূত্রধর (৪৫) নামের এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার করলডেঙ্গা মাজার গেইট এলাকায় একটি ভবনের সিঁড়ি ঘরে ঢেউটিন লাগানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

নিহত পলাশ সূত্রধর উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের অনিল সূত্রধরের ছেলে।

নিহতের ভাই সুবল সূত্রধর জানান, একতলা ভবনের সিঁড়িঘরের ছাউনির জন্য ঢেউটিন লাগাচ্ছিলেন তারা। এসময় ঢেউটিন হাতে নিয়ে দাঁড়ালে হঠাৎ দমকা বাতাসের তোড়ে পলাশ বৈদ্যুতিক তারের ওপর সটকে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.প্রিয়তা দাশ হিমু বলেন, পলাশ নামের এক ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ