২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে বৃদ্ধার ঘর নির্মাণ করে দিলেন যুবলীগ নেতা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দা আনোয়ারা বেগম (সুখু)। নাম সুখু হলেও জীবন কাটছে দুঃখে। পাড়া প্রতিবেশিদের সহায়তা নিয়েই বাপের ভিটায় জীবন পার করছেন সুখু। নিঃসন্তান অসহায় সুখুর ঘরটিও সংস্কারের অভাবে জরাজীর্ণ। সহায় সম্বলহীন সুখুর কথা জানতে পেরে স্থানীয় যুবলীগ নেতা মো. শাহাদাত হোসেন তাঁর ঘরটি পুননির্মাণ করে দিয়েছেন। কিনে দিয়েছেন রান্নার চুলাও।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে নির্মিত ঘরটি আনোয়ারা বেগম সুখুকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

জানতে চাইলে শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক শাহাদাত হোসেন বলেন, ‘সহায় সম্বলহীন সুখু এক প্রকার মানবেতর জীবনযাপন করছিলেন। তার ভাইয়েরা দিনমজুর। পাড়াপড়শির সহায়তা দুইবেলা খাবার জুটলেও ছিল না থাকার মতো ঘর। খবর পেয়ে মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা ড. হাছান মাহমুদ এমপির পক্ষে সুখুকে ঘরনির্মাণ করে দেওয়া হয়েছে।’

ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো. পারভেজ, যুবলীগ নেতা মাহাবু, আরশাদ, রিয়াজ, সাজ্জাদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন