২৫ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে বোরো ধানের নমুনা শস্য কর্তন

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে চলতি মৌসুমে আগাম জাতের ব্রি-ধান ১০০ (বঙ্গবন্ধু ধান) এর নমুনা শস্য কর্তন করা হয়েছে।

বুধবার (৩ মে) দুপুরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ঠেকার দোকান এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যেগে কৃষক সাইফুল ইসলাম এর জমিতে এ নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়।

এ সময় বৃত্তাকার পদ্ধতিতে ২০ বর্গমিটার আয়তনের ধান কেটে ময়েসচার মিটারের মাধ্যমে আর্দ্রতা পরিমাপ করে হেক্টর প্রতি ফলন নির্ণয় করা হয়।

শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. অরবিন্দু কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষবিদ মো.আব্দুচ সোবহান। এসময় উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ মো আতিক উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসপরণ কর্মকতা সূর্য কান্ত শীল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দ, লক্ষণ কুমার কারন, পরিসংখ্যান বিভাগের সিমলা দে সহ কৃষকরা উপস্থিত ছিলেন।

নমুনা শস্য কর্তনে কৃষকদের জমি থেকে উচ্চ ফলন দেখা যায়। বোয়ালখালী উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে ১ হাজার ৮৭৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষাবাদ হয়েছে। প্রদর্শনি দেওয়া হয়েছে ২০টি। আবহাওয়া অনুকূল থাকায় ধানের ভাল ফলন হয়েছে। চাষাবাদের শুরু থেকে কৃষকদের প্রণোদনার সার, বীজ দেয়া সহ মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে কৃষি বিভাগ। এখন ৮০% পেকে গেলে ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের পরামর্শ দেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন