চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. প্রতীক সেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌর মেয়র মো জহুরুল ইসলাম জহুর, মেডিসিন কনসাল্টেন্ট ডাঃ সৌরভ সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা: অমিত কুমার দত্ত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সোমাইয়া প্রত্যুষ, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা: সুদীপ কুমার চৌধুরী, থানা সেকেন্ড অফিসার মোবারক হোসেন, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই এস,এম, জিহাদ বাবলু, এইচআই ইনচার্জ পরিতোষ বড়ুয়া, এইচআই সাবিনা ইয়াসমিন, মনিরুজ্জাহান খানম, এএইচআই অনুশ্রী দে, মালতী প্রভা সিংহ, খেলনা রানী দত্ত, ফেরদৌস বেগম ও চুমকী দাশ।
এসময় শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৬-১১ মাস এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য প্রতিটি এলাকা পরিদর্শন করে বার্তা পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অবহিত করা হয়।













