২৩ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আগামী ১২ ডিসেম্বর দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেগে আয়োজিত স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও প :প: কর্মকর্তা ডা. প্রতিক সেন।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম, ডা. আজমাইন ইকতেদার।

এসময় স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ পরিতোষ বড়ুয়া, নার্সিং ইনচার্জ ডেজী মহাজন ও এম টি পি আই জিহাদ বাবলু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় ২৪১ টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ৪ শ ৯৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ৯ শ ৩৯ জন শিশুদের লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও পড়ুন