বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন আবু তাহের (৫৫) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক।
শুক্রবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার আরকান সড়কের আপেল আহমদের টেক ও পেতন আউলিয়া মাজার গেটের মাঝামাঝি এলাকায় এ দির্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত হোসাইন জানান, আহত অবস্থায় আবু তাহের নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাপাতালে রেফার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন জাবেদ নামের এক প্রতিবেশী।
নিহত আবু তাহের বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, আরকান সড়কের আপেল আহমেদ টেক এলাকায় দ্রুত গতির একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-চ -১১-৩৭৮০) ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আহত হন রিকশায় থাকা চালক আবু তাহের। তবে রিকশায় কোনো যাত্রী ছিলো না।













