২৫ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে মুদি দোকান থেকে নগদ টাকাসহ মালামাল চুরি

চট্টগ্রামের বোয়ালখালীতে আলী স্টোর নামের এক মুদির দোকানের মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। বৃহস্পতিবার মধ্য রাতে পূর্ব কালুরঘাট বাদামতলের আলী স্টোরে এ ঘটনা ঘটে।

দোকানের টিনের ছাউনি কেটে চোরের দল ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা ও বিক্রয়ের জন্য রাখা সিগারেট, সয়াবিন তেল, কসমেটিক, দুধ পাউডারসহ বিভিন্ন মালামাল চুরি করে।

দোকানদার আবদুল আলী জানান, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করেন। শুক্রবার সকাল ৮টার সময় দোকান খুলে টিনের ছাউনি কাটা ও ক্যাশবাক্স ভাঙা দেখতে পান।

চোরের দল ক্যাশবাক্সে রক্ষিত নগদ টাকাসহ দোকানের প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে তিনি আইনগত কোনো ব্যবস্থা নেননি।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, চুরির বিষয়টি থানা পুলিশকে কেউ জানায়নি। আমরা খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন