৪ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ—আহত ৫

চট্টগ্রামের বোয়ালখালীতে ইউনিয়ন যুবলীগের সম্মেলন ডেকে মারামারিতে জড়িয়েছে দুই গ্রুপ। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করার খবর পেয়ে সম্মেলন স্থগিত করেছেন জেলা যুবলীগ নেতৃবৃন্দ।

শনিবার (৮ জুলাই) বিকাল ৩টায় মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরখিজিরপুর ইউনিয়ন যুবলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সম্মেলন আহ্বান করলে সকাল ১১টার দিকে চরখিজিপুরে দুইগ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর বিকেল ৫টার দিকে আবারো মারামারিতে লিপ্ত হন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, চরখিজিপুর যুবলীগ দুই ভাগে বিভক্ত। এর একটির নেতৃত্বে রয়েছেন এমএ মনছুর। অপরটির নেতৃত্বে রয়েছেন আব্বাস উদ্দিন।

শনিবার বিকেল ৩টায় এমএ মনছুর গ্রুপ উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবদুল মান্নান রানাকে প্রধান অতিথি করে ৭-৯ নম্বর ওয়ার্ডের সম্মেলন আহ্বান করেন। ওই সম্মেলন স্থানে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবিরকে প্রধান অতিথি করে একই ওয়ার্ডের পাল্টা কর্মী সমাবেশ আহ্বান করেন আব্বাস উদ্দিন। এ নিয়ে দুই গ্রুপ সকালে মারামারির ঘটনায় জড়ান। এসময় আব্বাস গ্রুপের সহ-সভাপতি মো. এস্কান্দরসহ অন্তত ৪জন নেতাকর্মী আহত হন।

আব্বাস উদ্দিন অনুসারী চরখিজিরপুর যুবলীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন শাকিল বলেন, ‘সম্মেলন নিয়ে সকালে মারামারির ঘটনা ঘটেছে। এরপর বিকেলে শাকপুরা চৌমুহনীতে আমাদের গ্রুপের সহ-সভাপতি এস্কান্দরকে একা পেয়ে মনছুরগ্রুপের লোকজন লাটিসোঠা দিয়ে মারধর করে আহত করেছেন। এস্কান্দরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

চরখিজিরপুর যুবলীগের আরেকাংশের সভাপতি এমএ মনছুর বলেন, ‘আমাদের পূর্ব নির্ধারিত সম্মেলন বানচাল করতে অবৈধ কমিটির লোকজন পাল্টা সম্মেলন দিয়েছে। এরপর সকালে সম্মেলনের আয়োজন করতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমার গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। জেলা কমিটির নির্দেশে সম্মেলন স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, ‘একই স্থানে দুইগ্রুপ সম্মেলন ডাকায় সম্মেলন স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মারামারির বিষয়ে জানি না।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ‘মারামারির খবর পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন