৩ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে সড়কের সেই প্রতিবন্ধক পিলার অবশেষে অপসারণ

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার (অলি বেকারী সংলগ্ন) এবং পোপাদিয়া ইউনিয়নের বাইগঘ্যার টেক এলাকায় আলী আহমদ সড়কে কংক্রিটের দুটি পিলার স্থাপন করে ভারী যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয় দুই বছর আগে।

জানা গেছে, সড়কটি সংস্কারের সময় রাস্তার মাঝে উক্ত পিলারগুলো স্থাপন করা হয়। সড়ক সংস্কারের দীর্ঘ সময় অতিবাহিত হলেও পিলারগুলো সরিয়ে নেয়া হয়নি। যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ।

বুধবার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন সরেজমিনে পরির্দশন করে খুঁটিগুলো অপসারণ করেন।

এসময় তিনি বলেন, সড়কের উপর ঠিকাদার কর্তৃক বিধি বর্হিভূতভাবে নির্মিত পাকা পিলারে দুর্ঘটনা এড়াতে পিলারগুলো ভেঙে দেওয়া হয়েছে। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, স্থানীয় ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন