চট্টগ্রামের বোয়ালখালীতে মোটর সাইকেল যোগে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আবদুল্লাহ আল হোসাইন (২০) নামের এক তরুণ।
শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
নিহত আবদুল্লাহ আল হোসাইন নগরীর পাঁচলাইশ থানা এলাকার মেডিক্যাল স্টাফ কোয়ার্টারে পরিবারের সাথে থাকতেন। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার মাইচখার ইউনিয়নে। সে মাইচখার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালেমসার হাজী বাড়ির মো.হুমায়ুন কবীরের ২য় সন্তান।
নিহতের চাচা মো.নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর বেঙ্গুরা এলাকায় আবদুল্লাহ তার এক বন্ধুর বাড়িতে মোটর সাইকেল চালিয়ে যান। এ সময় কালুরঘাট-বেঙ্গুরা সড়কের একটি কালভার্টের সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।













