২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে সিমসের মাইগ্রেশন বিষয়ক মতবিনিময় সভা

সম্ভাব্য বিদেশগামী, বিদেশে অবস্থানরত ও বিদেশ ফেরত অভিবাসীর নিরাপদ এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে চট্টগ্রামের বোয়ালখালীতে মাইগ্রেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতা) হল রুমে এ সভার আয়োজন করে সিমস প্রকল্প প্রত্যাশী।

ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি। সভায় সহায়তা করেন প্রজেক্ট অফিসার আরিফুল ইসলাম ও উপজেলা সমন্বয়কারী কৌশিক চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন শাকপুরা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ ও পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসনে আরা বেগম।

বক্তারা জানান, সম্ভাব্য বিদেশগামী, বিদেশে অবস্থানরত ও বিদেশ ফেরত অভিবাসীর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা ও তাঁদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশনের(এসডিসি) অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা হেলভেটাস বাংলাদেশ অভিবাসন প্রবণ বোয়ালখালী উপজেলার ৫টি ইউনিয়নে সিমস (স্ট্রেনদেনথ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আরও পড়ুন