২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে শীর্ষ সন্ত্রাসী গ্যাস বাবুলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরন্দীপ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মেজর রাসেলের নেতৃত্বে সোমবার ভোরে (৭ এপ্রিল) একটি বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ‘গ্যাস বাবুল’সহ চারজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি বিশেষ দল।

আটকরা হলেন— উপজেলার চরণদ্বীপ এলাকার হাসু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫০), একই এলাকার মৃত আফজাল আহম্মেদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), মৃত আনু মিয়ার ছেলে মো. মুমিন হোসেন (২৪) এবং মো.মুজাহিদের ছেলে মো. বাবুল (৫০) ওরফে গ্যাস বাবুল।

এ সময় তাদের থেকে ২টি লোকাল গান, ৩টি এ্যামোনিশন, ৫৭টি দেশীয় অস্ত্র, ৯টি মোবাইল সেট, ৭৫০ গ্রাম গাজা, ২ লিটার দেশি মদ, ৪ হাজার ৭০০ বৈদেশিক মুদ্রা (দিরহাম) এবং নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।

বোয়ালখালী উপজেলার ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, আটকদের বিরুদ্ধে আমাদের কাছে তথ্য রয়েছে। তারা এলাকায় আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে দীর্ঘদিন ধরে। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন