বােয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীতে হাতির আক্রমণে মো. আকিব হাসান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার মধ্যম করলডেঙ্গা গ্রামের বড়টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার শামশুল আলমের ছেলে।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, আকিবকে নিয়ে তার বাবা মধ্য রাতে বাড়ির পাশের ওরশ থেকে ফিরছিলেন। পথে তারা একটি হাতির আক্রমণের মুখে পড়ে। এ সময় ঘটনাস্থলেই আকিবের মৃত্যু হয়। এতে তার বাবাও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকটি হাতি লোকালয়ে এলেও এই হাতিটি দল থেকে বিচ্ছিন্ন হয়ে শুক্রবার দিবাগত রাতে করলডেঙ্গা পাহাড় থেকে হাতিটি লোকালয়ে চলে আসে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আকিবের নামাজে জানাযা শেষে এলাকাবাসী বন বিভাগের লোকজনদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান, বারবার হাতির আক্রমণে মানুষ মারা যাচ্ছে তাদের খাম খেয়ালীর কারণে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













