২৩ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে ১৪২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১৪২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। ইতোমধ্যে ৩০ টাকা কেজি দরে ৬৫ দশমিক ৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, উপজেলার অনেক এলাকায় কৃষকরা দেরিতে ধান কেটেছেন। বৃষ্টির কারণে ধান শুকাতে পারেননি। সরকারি নিয়ম অনুযায়ী ধানের ১৪ শতাংশ আদ্রতা থাকতে হয়। যার কারণে অনেকে এখনো ধান দিতে পারেননি। আশা করছি বাকি সময়টাতে লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানান, বোয়ালখালীতে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এবার সরকার প্রতি কেজি ধান ৩০ টাকা করে নিচ্ছে।

কৃষকরা জানান, সরকারি গুদামে ধান দিতে হলে বাড়তি খরচ রয়েছে। গাড়ি ভাড়া, শ্রমিক ও নানা নিয়ম মানতে হয়। যদিও সরকার ভালো দাম দিচ্ছে। বাজারে ধানের দাম কিছুটা কম পেলেও ঝাক্কি ঝামেলা নেই। ফলে বাজারে ধান বিক্রি করতে সাচ্ছন্দ্য বোধ করেন কৃষকরা।

জৈষ্টপুরা এলাকার কৃষক নিমাই দে বলেন, এবার বোরো ধান সংগ্রহ কখন শুরু হয়েছে আমি জানিনা। সরকার যে ৩০ টাকা করে দাম দিচ্ছে তাও জানি না। সাড়ে ৮ টন ধান বাজারে বিক্রি করেছি। আরও ৩ টন মতো ধান রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন