৩ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ শ্লোগানকে সামনে রেখে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের বোয়ালখালীতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৭ টি স্টল মেলায় অংশ নেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ।

এ সময় তিনি বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়েও বাংলাদেশকে ধ্বংস করতে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন চিন্তা নাই, আমার মাটি আছে, আমার কৃষক আছে। আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই মটিতে ফসল উৎপাদন করে বিশ্বের দরবারে বাংলাদেশকে রোল মডেল হিসেবে পরিচিত করতে সক্ষম হয়েছে। তার দাবীদার কৃষকেরা।

তিনি আরও বলেন, কৃষির উন্নয়নকে আরো গতিশীল করতে নতুনত্ব ফসলের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে শ্রম, সময় ও অর্থ সাশ্রয়ে কৃষকেরা লাভবান হওয়ার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। সরকার কৃষিতে সর্বোচ্চ ভুর্তকি দিচ্ছে। সরকার প্রদত্ত সুযোগ সুবিধাগুলো যথাযথ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সহকারী কমিশনার (ভুমি) মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, কৃষক লীগের সভাপতি মো শফিকুল আলম কৃষক মো. সেকান্দর জাবেদ ও সুমন।

আরও পড়ুন