২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালীর উপজেলা চেয়ারম্যান আর নেই

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুল আলম (৭০) মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নুরুল আলম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এসময় তাঁর শারীরিক অবস্থার অবনিত ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার রাতে তাঁর অবস্থার আরো অবনতি ঘটেছে জানায় চিকিৎসকরা। তাঁর পরিবারের সম্মতিতে মঙ্গলবার সকালে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে চট্টগ্রামের নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়িতে লাইফ সাপোর্ট খোলা হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতিক সেন ৩.৪৫ মিনিটের সময় মৃত ঘোষণা করেন।

সদালাপী প্রবীণ রাজনীতিবি মো. নুরুল আলম বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের মরহুম হাজী ছবুর আহম্মদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলে আত্মীয় স্বজনসহ অনেকগুণগ্রাহী রেখে গেছেন।

ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতিতে জড়িত ছিলেন নুরুল আলম। তিনি ১৯৯৮ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০১৯ সালের ২৪ মার্চ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

আগামীকাল ২১ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে প্রথম জানাজা এবং যোহরের নামাজের পর সারোয়াতলি ইব্রাহিম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো নুরুল আমিন চৌধুরী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন