৪ নভেম্বর ২০২৫

বোয়ালখালীর প্রায় কেন্দ্রে ছিল সুনশান নীরবতা, বাড়ি থেকে ডাকতে হয়েছে ভোটারদের

বোয়ালখালী চট্টগ্রাম »

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটারদের মাঝে তেমন একটা আগ্রহ দেখা যায়নি। উপজেলার প্রায় কেন্দ্র দিনভর ছিল সুনশান নীরবতা। ভোটারের উপস্থিতি কম থাকায় কয়েকটি কেন্দ্রে প্রার্থীর অনুসারীরা ভোটারদের বাড়ি থেকে ডেকে আনতে দেখা গেছে।

এদিকে, উপজেলা জ্যৈষ্ঠপুরা রমণী মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নিমর্লেন্দু দে সুমন ওই কেন্দ্রের ৫ নং বুথ থেকে দুপুর ১২ টার দিকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালেট ইউনিট কেন্দ্রের বাইরে নিয়ে যায়। পরে তা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরী প্রিজাইডিং অফিসারের নিকট ফিরিয়ে দেন।

এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরীকে আটক করা হয়েছে বলে জানিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো নুরুল ইসলাম।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সজল দাশ জানান, প্যানেলটি নষ্ট ছিল। এই কেন্দ্রে প্রথম ইভিএম এ ভোট হচ্ছে। তাই ভোটারদের দেখানোর জন্য বুথে দেওয়া হয়েছিল। প্যানেলটি বাইরে গেল কীভাবে আমার জানা নেই। এটা বাইরে নিয়ে যাওয়া অপরাধ। আমি বিষয়টি দেখছি।

নির্মলেন্দু দে বলেন, ভোটারদের দেখিয়ে দেওয়ার জন্য প্যানেলটি এনেছিলাম। এটা নিয়ে লেখালেখি না করার জন্য অনুরোধ করেন তিনি।

এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের বাড়ি এলাকার দরবার দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তবে এ কেন্দ্রে ভোটাররা আঙ্গুলের ছাপ দিলেও গোপন কক্ষে ভোট দিতে দেখা গেছে নৌকার অনুসারীদের। এ কেন্দ্র দিনভর নিয়ন্ত্রণে ছিল নৌকার কেন্দ্র কমিটির আহ্বায়ক যুবলীগ নেতা শাহাদাত হোসেনের। দেখা যায়নি অপর দুই প্রার্থীর কোনো এজেন্টের।

আওয়ামী লীগ প্রার্থীর বাড়ির এলাকার মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের বাড়ি থেকে ডেকে এনে ভোট প্রদান করতে দেখা গেছে নৌকার অনুসারীদের। কেন্দ্রটি দখলে রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন ও যুবলীগ নেতা মো ইউছুপ। একই চিত্রের দেখা মিলে জ্যৈষ্ঠপুরা ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসা কেন্দ্রে। এ কেন্দ্রে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোকারম, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বকুল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো ইউনুচ আজম খোকনকে অবস্থান করতে দেখা গেছে।

উপজেলার অন্যান্য কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে একই চিত্র। চোখে পড়ার মতো কোন লাইন ছিলো না ভোটারের। মাঝে মাঝে দুয়েকজন করে এসে ভোট দিয়ে যেতে দেখা গেছে। প্রশাসন কঠোর অবস্থানে থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ উপনির্বাচনে রেজাউল করিমের (নৌকা) পাশাপাশি অপর দুই স্বতন্ত্র প্রার্থী হলেন শাহজাদা এস এম মিজানুর রহমান (আনারস) ও কাজী আয়েশা ফারজানা(দোয়াত কলম) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন