২৮ অক্টোবর ২০২৫

বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউল হক আর নেই

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৬ জুলাই) রাত ১১ টার সময় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম চরণদ্বীপ এলাকার মৃত আলী আকবর মুন্সীর পুত্র তিনি।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, পৌরসভা প্যানেল মেয়র এস এম মিজনুর রহমান, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারমসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন