২৯ অক্টোবর ২০২৫

বোয়ালখালী কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিআরডিবি হল রুমে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ১১টা থেকে বিকাল ২ টা পর্যন্ত উপজেলার ৯২ জন সদস্য সমিতির প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনে সভাপতি পদে ২ জন এবং সহ-সভাপতি পদে ২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে এস.এম মিজানুর রহমান হারিকেন প্রতীক নিয়ে ৫৯ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোঃ নুরুল আলম ছাতা প্রতীক নিয়ে পেয়েছে ৩০ ভোট।
সহ-সভাপতি পদে মোঃ নুরুন্নবী চৌধুরী বই প্রতীক নিয়ে ৬৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুরুল আবছার তালাচাবি প্রতীকে পেয়েছে ২৭ ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন, শিবু প্রসাদ চক্রবর্তী, মোঃ আবদুল আজিম, এস এম সাহাব উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল হক, সমীরন কান্তি দেব ও অঞ্জলী মিত্র।

ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণাকরেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বখতেয়ার আলম।

তিনি বলেন, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৩ জন, এরমধ্যে ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয়েছে ৩টি ভোট।

আরও পড়ুন