বাংলাধারা ডেস্ক »
স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করছে বোরহানউদ্দিন উপজেলাসহ ভোলা জেলার সবখানে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিনও ভোলা সদর, বোরহানউদ্দিনসহ জেলার সর্বত্র বিপুল পরিমাণ পুলিশ, র্যাব ও বিজেপি মোতায়েন রয়েছে। এছাড়া গুরুপ্তপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে, অব্যাহত রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও প্রশাসনের টহল।
এদিকে সেদিন পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে বুধবার (২৩ অক্টোবর) রাতে বোরহানউদ্দিন পৌর এলাকা থেকে সজিব ও রাজিব নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ভোলার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম জানান, বোরহানউদ্দিনসহ ভোলার সামগ্রিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
তিনি আরও জানান, গত ২০ অক্টোবরের অনাকাক্ষিত ঘটনার প্রেক্ষিতে একাধিক মামলা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। অতি শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।
বাংলাধারা/এফএস/এএ













