১৬ ডিসেম্বর ২০২৫

বোলিংয়ে বাংলাদেশ, দলে নেই মাহমুদুল্লাহ

বাংলাধারা প্রতিবেদন »

গুরুত্বপূর্ণ ম্যাচের এক-দু’দিনে আগেই আবহাওয়া পূর্বাভাসে চোখ রাখতে হতো। তবে ইংল্যান্ড এখন রৌদ্রজ্জ্বল। তাপমাত্র বেড়েছে। বাতাসের বেগ কমেছে। উপমহাদেশের দলগুলোর জন্য উইকেট সহায়ক হয়েছে। ইংল্যান্ডের উইকেট এখনও ব্যাটিং বান্ধব আছে। তবে স্পিন ঘুরছে। বল ধীরে আসছে। এজবাস্টনে টস খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেটা গেছে ভারতের পক্ষে। টস জিতে বিরাট কোহলি ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

এজবাস্টনের উইকেটেও বল কাট করবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ পেসার মুস্তাফিজের জন্য এক আদর্শ উইকেট বলা চলে। তবে লেগ স্কোয়ারের বাউন্ডারি মাত্র ৫৯ মিটার। বোলারদের জন্য যা হুমকির। তবে বুদ্ধি খাটিয়ে বল করতে পারলে চাপে ফেলা সম্ভব প্রতিপক্ষকে। 

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ