বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে অগ্নি দুর্গত ৫৫ পরিবারকে ৩ হাজার টাকা, ৩০ কেজি করে চাউল ও ১ বান করে ঢেউটিন দেওয়া হয়েছে।
শনিবার (২৯ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ অগ্নি দুর্গত পরিবারের মাঝে এ সহায়তা তুলে দেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো.ইসমাইল, সহকারী প্রকৌশলী তাসলিমা, পৌর মেয়র হাজী আবুল কালাম আবু উপস্থিত ছিলেন।
দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের এ সহায়তা অগ্নি দুর্গত প্রদান করা হয়েছে জানিয়ে উপজেলা প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলী তাসলিমা বলেন, আজ শনিবার পৌর এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার, শাকপুরা ইউনিয়নের ২৩ পরিবার ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ১ পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। এছাড়া ১৮ জনকে শিশু খাদ্য ( চিনি, দুধ, সুজি, বিস্কুট ও সাবান) দেওয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













