২৯ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ আহত ৩

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাদুড়তলা এলাকার এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

এতে নেত্রকোণা জেলার আবদুল করিমের ছেলে মোটরসাইকেল চালক মো. মিজান (৩৫), অটোরিকশা যাত্রী কড়লডেঙ্গা ইউনিয়নের মো. নুরুল আলমের তিন বছর বয়সী এক শিশু ও পোপাদিয়া ইউনিয়নের আব্দুছ সোবাহানের ছেলে টেক্সি চালক মো. মামুন ইসলাম (৩৫) আহত হন।

আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে মোটরসাইকেল চালক ও শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আসিফুল আওয়াল।

আরও পড়ুন