২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই ১৩ বসতঘর

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই হলো ১৩ বসতঘর।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজী নুরুল হক সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্তরা হলেন- নুরুর ছফা, নুরুন্নবী, গোলাম দস্তগীর, আবদুল কাদের, মো. ওমর, নুরুল ইসলাম, আহম্মদ জালাল, শাহর বানু, মো. হোসেন, মো. হাশেম, আবুল হাশেমের স্ত্রী, মো. নাছের ও মো. সৈয়দ।

এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে জানান ক্ষতিগ্রস্তরা।

আরও পড়ুন