১৬ ডিসেম্বর ২০২৫

বোয়ালখালীতে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ইয়াছিন আরাফাত (৪০) নামের এক রোহিঙ্গা মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্যম শাকপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিন আরাফাত মিয়ানমারের বুচিডং জেলার কেসিং জাপাড়ার রশিদের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ও অভিবাসন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ