২৭ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে এক রাতে ৬ গরু চুরি

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে এক রাতে তিন ব্যক্তির ৬ গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইমামুল্লাচর ৭নং ওয়ার্ডের অরুন ডাক্তারের বাড়ি এলাকায় মুন্সি মিয়ার খামারের দারোয়ানের হাত-পা বেঁধে রেখে গরুগুলো নিয়ে যায় চোরের দল।

চুরি যাওয়া গরুর মালিক চন্দন দে জানান, মঙ্গলবার দিবাগত রাতে তার গোয়াল ঘর থেকে বাছুরসহ দুধেল গাভী ও ১টি বকনা বাছুর নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া একই বাড়ির লিটন দে’র গোয়ালঘর থেকে আড়াই লাখ টাকা মূল্যের ২টি দুধেল গাভী নিয়ে যায় চোরের দল। যাওয়ার পথে একই এলাকার মুন্সী মিয়ার খামার থেকে ৮০ হাজার টাকা মূল্যের ১টি ষাঁড় নিয়ে যায় চোরের দল।

চন্দন দে জানান, মুন্সী মিয়ার খামারের দাড়োয়ান আবু বক্করকে বেঁধে রেখে গরুগুলো পিক আপে করে নিয়ে যায়। ভোর রাত ৪টা দিকে ঘর থেকে বের হয়ে দেখি গোয়ালঘরে গরু দেখতে না পেয়ে তখন চারিদিকে খোঁজাখুজি করতে থাকি। তখন রাস্তার মুখে মুন্সী মিয়ার খামারের দাড়োয়ান বক্করকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পাই।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করেননি কেউ। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ