বোয়ালখালী প্রতিনিধি :::
চট্টগ্রামের বোয়ালখালীতে এক কৃষকের গোয়ালঘর থেকে গরুর বাচুর চুরি করে নিয়ে গেছে চোরের দল।
রবিবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার কধুরখীল ৯নং ওয়ার্ড এলাকা থেকে রাতে আধারে গরুর বাচুর চুরির ঘটনা ঘটেছে।
গরুর মালিক অপু দে জানান, আমার ঘরটি রাস্তার পাশে। একইসাথে গোয়ালঘরও। রাত পৌনে আটটার দিকে একটি সিএনজি ট্যাক্সি বাড়ির পাশে এসে দাঁড়ায়। সিএনজি টেক্সীটি খারাপ হয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে তারা তা মেরামত করতে থাকে। কিছু সময় নিয়ে ট্যাক্সিটি চলে যায়। পরক্ষণে গোয়ালঘরে দেখি গরুর বাচুরটি নাই।
গরুর মালিক অপু দে জানান, বাচুরটির মূল্যে আনুমানিক ২০ হাজার টাকা হবে।
বাংলাধারা/এফএস/এআই













